১। এই কোর্স শেষে জমি সংক্রান্ত যে কোন জামেলা হতে মুক্ত থাকা যাবে।
২। কোর্সটি তে মোট ৩৫ টি পাঠ্যক্রম হাতে কলমে শিক্ষা দেওয়া হয়।
৩। ক্লাসের মধ্যে সিএস এসএ, বিএস ম্যাপ মেপে দেখানো হয়।
৪। দলিলপত্র, ম্যাপ ও খতিয়ানএর বাস্তবমুখি এবং হাতে কলমে শিক্ষা দেওয়া হয়।
৫। কোর্সটিতে রয়েছে প্রাক্টিক্যাল ক্লাসের সুবিধা। সরাসরি ফিল্ডে গিয়ে জমির পরিমাপ করা শিখানো হয়।
৬। কাঠের পরিমাপ, মাটির পরিমাপ, স্বর্নের, রডের সহ খতিয়ান, ম্যাপ ও দলিল, ভূমি আইন এর বাস্তবমুখি শিক্ষা দেওয়া হয়! যার জমি রয়েছে তার এ সংক্রান্ত জ্ঞান থাকলে হাজার হাজার টাকা সেভ করা সম্ভব এবং জমি বিষয়ে হয়রানি থেকে মুক্তি পাওয়া সম্ভব।
কারণ বাংলাদেশের ভূমি ব্যাবস্থা সবচেয়ে দূর্ণীতি গ্রস্থ এ প্রশিক্ষণের মাধ্যমে নিজের কাজ নিজে করতে পারবেন।
যাদের জমি নেই তারাও ইচ্ছা রাখে এক খন্ড জমির। যে জমিটা কিনবে সেটার মধ্য যদি ভেজালে থাকে তাহলে এর পরিণিতি খুবই ভয়াবহ হয়।
আপনি যেই পেশাই হোন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, এডভোকেট ভূমি বিষয়ে আপনার জ্ঞান লাগবেই। কারণ জমির দাম সবসময় উদ্র্ধগামি সারাজীবন এর জমানো টাকা দিয়ে কেউ চাইবে না ভেজাল যুক্ত জমি কিনতে।
একটি জমি কিনার আগে কোন কোন কাগজ পত্র লাগবে কিভাবে কাগজপত্র চেক করবেন। যারা স্থানীয় আমিন হিসেবে কাজ করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ।
কারণ আমাদের ইন্সটিটিউট এর ছাত্ররা খুবই দক্ষতা ও সুনামের সাথে সারা বাংলাদেশে কাজ করছে। বড় বড় হাউজিং সোসাইটি, বিল্ডার্স কোম্পানি তে সার্ভেয়ার বা আমিন হিসেবে কাজ করার সুযোগ।
পুলিশ সদস্য, সেনাবাহিনীর সদস্য, বিমানবাহিনী সদস্য, ব্যাংক কর্মী, এডভোকেট, প্রভাষক, অধ্যাপক সহ বিভিন্ন পেশার কর্মজীবী মানুষ এই স্বল্প মেয়াদি কোর্সে অংশগ্রহণ করেছেন ।
১৫। দিকনির্দেশনা।
২০২২-২৩ অর্থবছরে প্রশিক্ষণ গ্রহণকারী ০০ জন।
ভবিষ্যতে প্রশিক্ষণার্থী পাওয়া গেলে কোর্সটি পরিচালনা করা হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS